অনলাইন ডেস্ক: প্রয়াত দিয়েগো মারাদোনার চুরি যাওয়া অমূল্য হাতঘড়ি উদ্ধার হল ভারতের আসাম থেকে। ঘটনায় অভিযুক্ত ওয়াজিদ হুসেনকে গ্রেপ্তার করা হয়েছে ।

জানা গিয়েছে, দুবাই পুলিশের কাছে খবর ছিল ফুটবলের রাজপুত্র মারাদোনার ২০ লাখ টাকার একটি হাতঘড়ি চুরি গিয়েছে। ভারতের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষা সংস্থাগুলির সাহায্য নিয়ে দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে আসাম পুলিশ। তাদের সহযোগিতাতেই তল্লাশি অভিযান চালিয়ে আসামে খোঁজ মেলে সেই অভিযুক্তের। জানা যায়, ওয়াজিদ হুসেন নামে এক ব্যক্তির কাছেই রয়েছে প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তির সেই ঘড়ি। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার টুইটারে খবরটি নিশ্চিত করে আসামের মুখ্যমন্ত্রী লেখেন, “আন্তর্জাতিক সাহায্য নিয়ে অসম ও দুবাই পুলিশ যৌথভাবে কিংবদন্তি ফুটবলার মারাদোনার হাবলট ঘড়িটি উদ্ধার করেছে। ঘটনায় ওয়াজিদ হুসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ করা হবে।”

পুলিশ সূত্রে জানা যায়, দুবাইয়ের একটি কোম্পানি মারাদোনার সই করা বিভিন্ন জিনিস সংরক্ষণ করে। সেই সংস্থাতেই নিরাপত্তারক্ষীর কাজ করত ওয়াজিদ। লিমিটেড এডিশন এই ঘড়িটিও ছিল ওই কোম্পানির শোরুমেই। অভিযোগ, সেই ঘড়িটি চুরি করে চলতি বছর আগস্টে আসামে পালিয়ে আসে ওয়াজিদ। এরপরই দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওয়াজিদকে গ্রেপ্তার করতে সফল হয় অসম পুলিশ। শনিবার ভোর ৪টে নাগাদ শিবসাগরের বাড়ি থেকেই ওয়াজিদকে গ্রেপ্তার করেন পুলিশ কর্মীরা।