দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি ;
ঘূর্ণিঝড় রেমালের মোকাবেলায় কক্সবাজারের পেকুয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত সাতটায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পেকুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাবুল আকতার,মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুছ চৌধুরী, পেকুয়া সদর প্যানেল চেয়ারম্যান শাহনেওয়াজ আজাদ সহ সিপিপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির মোকাবেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১২১ টি আশ্রায়ণ কেন্দ্র প্রস্তুত রয়েছে, সে সাথে দুর্যোগ পরবর্তী উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে ৯৮০ জন সিপিপির স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবক প্রস্তুত
রয়েছে বলে জানান পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।