আজ ০১ জিলহজ্ব ১৪৪৫ হিজরি, ৮ জুন ২০২৪ ইংরেজি, শনিবার, সকাল ৯ টা হতে মা’আরিফ-এ রব্বানিয়্যাহ ও উলূম-এ লাদুন্নিয়্যাহর ধারক, ওয়াক্বেফে আস্রার-এ হাক্বীক্বত ও মা’রিফাত, শায়খুল মাশাইখ, খাজা-এ খাজেগান, খলীফা-এ শাহ-এ জীলান, অদ্বিতীয় দরুদ সম্ভার ত্রিশ পারা সম্বলিত মাজমূ’আহ্-এ-সালাওয়াতে রসূল (দ:) গ্রন্থের প্রণেতা- হজরত খাজা আবদুর রহমান চৌহরভী রহমাতুল্লাহি আলাইহির ১০৩তম সালানা ওরস মোবারক চট্টগ্রাম ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষ্যে সকাল ৯ টা হতে মাদ্রাসা অডিটোরিয়ামে পবিত্র কুরআন তেলাওয়াত,হামদ, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,মানকাবাত ও মজমুওয়ায়ে সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন।

সভাপতি মহোদয় তাঁর বক্তব্য বলেন- পৃথিবীতে কুরআন মজিদ ও সহিহ বুখারী শরীফের পর ৩০ পারা সম্বলিত অদ্বিতীয় দরুদ সম্ভার কিতাব হলো- মাজমূ’আহ্-এ-সালাওয়াতে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অশেষ ফজিলত মণ্ডিত দরুদ শরীফের এই কিতাবের গুরুত্ব ও ফজিলত বর্ণনা করে বলেন- এই কিতাব তেলাওয়াতে স্মৃতি শক্তি বৃদ্ধি হয়, বিপদাপদ দূর হয়, ঘরে রাখলে আল্লাহর রহমত নাজিল হয়। তাই তিনি শিক্ষার্থীদের কে মাজমূ’আহ্-এ-সালাওয়াতে রসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সংগ্রহ ও নিয়মিত তেলাওয়াত করার জন্য উদ্বুদ্ধ করেন।

এতে মাদরাসার উপাধ্যক্ষ ড. সাইফুল আলমসহ সকল শিক্ষক- শিক্ষিকা , শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

পরিশেষে শিক্ষার্থীদের সার্বিক, সফলতা, প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্ববাসীর কল্যাণ এবং মুক্তি কামনা করে দোয়া-মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।