মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
ইউনিয়ন ব্যাংক লিমিটেড উখিয়া শাখার সৌজন্যে কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী টেকপাড়া সোসাইটি আয়োজিত জুনিয়র আন্ত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার ৩১ ডিসেম্বর রাতে সোসাইটির সভাপতি ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড উখিয়া শাখার ম্যানেজার এম. জাহেদ উল্লাহ জাহেদ এর সভাপতিত্বে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সোসাইটির উপদেষ্টা মোঃ হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সোসাইটির উপদেষ্টা আবদুর রাজ্জাক বাবুল, নুরুল ইসলাম সিকদার, মোঃ আমান উল্লাহ আমান, ব্যাংকার জসিম উদ্দিন সাঈদ, ব্যাংকার ইমতিয়াজ মনজুর মিসু, সোসাইটির অতিরিক্ত সাধারণ সম্পাদক ব্যাংকার তানভীর মোকাম্মেল জোসেফ, সোসাইটির সদস্য আরিফুল ইসলাম আরাফাত, লোকমান হাকিম জিল্লু মিয়া, সানজিদুল আলম সজিব, শাহরিয়ার আমান সামির, আবদুল্লাহ আল ফাহাদ তাহসিন সহ সোসাইটির জুনিয়র ব্যাচের সদস্য ও প্রচুর ব্যাডমিন্টন প্রেমিক দর্শক উপস্থিত ছিলেন।
টেকপাড়া সোসাইটি’র যুগ্ম সম্পাদক এম, জাবেদ উল্লাহ মিয়া ভাই এর নান্দনিক সঞ্চালনায় টুর্নামেন্টের পুরস্কার বিতরণ শেষে সকলের অংশ গ্রহনে ২০২১ সাল কে বিদায় ও ২০২২ সাল কে বরণ করে মনোমুগ্ধকর আতশবাজি ফোটানো ও পিকনিক অনুষ্ঠিত হয়। এসময় রং বেরং এর আতশবাজির আলোতে বর্নিল আকাশ আলোকিত হয়ে যায়।
গুরুত্বপূর্ণ এ ব্যাডমিন্ট টুর্ণামেন্টে মোট ১২ টি দল অংশ গ্রহন করে। টুর্ণামেন্টে সোহাগ-তাওসিফ জুটি তন্ময় জুটি কে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার বিরল গৌরব অর্জন করেন।
পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে অতিথিরা টুর্ণামেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে অতিথিরা বলেন, ক্রীড়ার মাধ্যমে মেধা, চিন্তা-চেতনা ও বুদ্ধি বিকশিত হয়। ব্যাটমিন্টন সহ বিভিন্ন প্রকার খেলার টুর্ণামেন্ট আয়োজনের মাধ্যমে আমাদের যুবসমজ খেলায় অংশ গ্রহনের সুযোগ পাবে এবং তারা মাদক-জুয়া ও বিভিন্ন অপরাধ থেকে দুরে থাকতে পারবে। মোবাইল ফোনের আসক্তি থেকে বেরিয়ে এসে মেধা বিকাশের সুযোগ পাবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন ।