জিয়াউল হক জিয়া:

“যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে,ক্রীড়া অধিদপ্তর প্রণীত বার্ষিকক্রীড়া কর্মসূচি ২১/২২ইং আওতায়” স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ৫ম্যাচ টি-২০ সিরিজ সম্পন্ন হয়েছে।

শনিবার (১ জানুয়ারী) সকাল ৯টার সময় ঈদগাও কলেজ মাঠে (শেখ রাসেল স্টেডিয়াম) সর্বশেষ ফাইনাল খেলার মধ্য দিয়ে সিরিজটি সম্পন্ন  হয়েছে।এভাবে সিরিজটির প্রতিটি ম্যাচ একই স্টেডিয়ামে নিদিষ্ট সময়ে শুরু আর শেষ হয়েছিল।

টি-২০ ক্রিকেট সিরিজটিকে সার্বিক সহযোগীতা করেন,জেলা ক্রীড়া সংস্থা ও বাস্তবায়নে- ঈদগাও ক্রিকেট একাডেমি।সিরিজটি ফাইনাল ম্যাচসহ নির্বাচিত খেলোয়াড়দের মাঝে পুরুস্কার বিতরণ করেন,কক্সবাজার জেলা ক্রীড়া অফিসার ও অনুষ্ঠানের প্রধান অতিথি মাঈন উদ্দিন মিলকি ও ঈদগাও ক্রিকেট একাডেমির উপদেষ্টা ও ঈদগাও হাইস্কুলের ক্রীড়া শিক্ষক আবদুল মজিদ খাঁন।
টুর্নামেন্ট পরিচালনায় করেন,ঈদগাও ক্রিকেট একাডেমির কোচ, শাহরিয়ার খাঁন ও প্রিমিয়ার লিগের ক্রিকেটার রুকন উদ্দিন সাগর।

ফাইনালে শেখ কামাল দল বনাম শেখ রাসেল দল অংশ নেন। এতে  ৭৮রানে শেখ কামাল বিজয়ী হয়।

টি-২০ সিরিজের সেরা খেলোয়াড়েরা হলেন,
সেরা বোলার-তারেকুল ইসলাম ০৩ উইকেট
সেরা বেটার-তারেক আজিজ ৪১রান
ম্যান অফ দ্যা ম্যাচ -রুকন ৯২রান।
টুর্নামেন্ট সেরা কিপার- ইয়াছিন,
টুর্নামেন্ট সেরা বোলার -ফয়সাল ০৮উইকেট,
টুর্নামেন্ট সেরা বেটার- ইরফান ১৬৮ রান,
টুর্নামেন্ট সেরা অলরাউন্ডার –
তারেক আজিজ ৬৯রান ও ৬উকেট।

ম্যাচ অনুপাতেঃ-১ম ম্যাচে শেখ রাসেল দল বনাম শেখ কামাল অংশ নিয়ে ম্যাচ শেষে ১৮ রানে শেখ রাসেল বিজয় হয়েছিল। এই ম্যাচে সেরা বোলার নির্বাচিত -বোরহান ২উইকেট,সেরা বেটার-মিজান ৫১রান ও
ম্যান অফ দ্যা ম্যাচ -ইরফান-৫০রান- ১ উইকেট।
২য় ম্যাচেঃ-শেখ রাসেল দল বনাম শেখ কামাল দল খেলতে গিয়ে ২উইকেটে শেখ রাসেল দল বিজয় লাভ করেছিল।এই ম্যাচে নির্বাচিত হলেন,যারা,তারা হলেন,
সেরা বোলার – ফয়সাল ০৪উইকেট,
সেরা বেটার-সজিব ৪০রান,
ম্যান অফ দ্যা ম্যাচ -আরফাত-১৮রান ও ২উইকেট।
৩য় ম্যাচেঃ-শেখ রাসেল দল বনাম শেখ কামাল দল মুখোমুখিতে ৭রানে শেখ রাসেল দল জয় লাভ করেন।উক্ত ম্যাচে নির্বাচিতরা হলেন,সেরা বোলার-তারেকুল ২উইকেট
সেরা বেটার-রাসেল ৫১রান
ম্যান অফ দ্যা ম্যাচ -ইরফান-৬৫রান।
৪র্থ ম্যাচেঃ-শেখ রাসেল দল বনাম শেখ কামাল দলের মুখোমুখিতে ১৭রানে শেখ রাসেল দল জয় হয়।এই ম্যাচে নির্বাচিতরা হলেন,সেরা বোলার-তারেক আজিজ০৩ উইকেট,সেরা বেটার-৪৫ রান ও
ম্যান অফ দ্যা ম্যাচ সোহাগ ২০ রান ও ২ উইকেট।