সিবিএন:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে অস্ত্র-গুলিসহ ৪ রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব ১৫ এর সদস্যরা।
শুক্রবার ভোরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন বনে অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব এর একটি দল।
কক্সবাজার র‍্যাব-১৫ এর উপ অধিনায়ক তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানে আটকরা হলেন, মোহাম্মদ নুর, নাজিম উল্লাহ, মোহাম্মদ আমান উল্লাহ ও খায়রুল আমিন। তাদের প্রত্যেকের অস্থায়ী বসবাস উখিয়ার রোহিঙ্গা শিবিরে।
তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল ও ৬টি দেশিয় তৈরি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।

র‍্যাব-১৫ এর উপ অধিনায়ক তানভীর হাসান জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযান চালায় র‍্যাব। অভিযানে ৪ রোহিঙ্গাকে আটক করা হয়।
এ সময় মাটিতে পুঁতে রাখা অবস্থায় দুইটি বিদেশি পিস্তল ও ৬টি দেশিয় তৈরি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তানভীর হাসান।