মোহাম্মদ হোসেন,হাটহাজারী:
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। গত দুইদিন উপজেলা হাসপাতাল ও জেলার বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে তিন শতাধিক নমুনা টেস্টের পর জেলা সিভিল সার্জন হিসাব অনুযায়ী এই উপজেলায় প্রায় ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত রোগীদের মধ্যে চট্টগ্রাম মহানগর ও উপজেলার বিভিন্ন স্থান থেকে করোনা টেস্ট গুলো করা হয়।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কর্তৃক ঘোষিত করোনা আক্রান্ত সংখ্যা হাটহাজারীতে সব চেয়ে বেশি। চিকিৎসকেরা বলছেন,জম্মস্থান হাটহাজারী হলেও অনেকেই শহরে করোনা পরীক্ষার নেওয়া কারনে এই সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। তবে এই উপজেলায় করোনা আক্রান্তের হার ৫০% বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহানিয়া আক্তার বিল্লাহ জানান, করোনা আক্রান্তদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দায়িত্বরত মেডিকেল টিম গুলো সব সময় সক্রিয় রয়েছে। তিনি আরো বলেন, সর্দি, কাশিতে যারা খুব ভোগেন, তাদেরই সব সময় মাস্ক পরে ঘোরাঘুরি করা উচিত। কারণ, হাচি, কাশির সময় নাক ও মুখ থেকে বেরনো ড্রপলেটসেই যক্ষা, করোনা-সহ নানা ধরনের ভাইরাস ও জীবাণু থাকতে পারে। যারা প্রায়ই সর্দি, কাশিতে ভোগেন, তারা সব সময় মাস্ক পরে থাকলে তাদের থেকে সংক্রমণের আশঙ্কা কমে যাবে।