চট্টগ্রাম প্রতিনিধি:
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। নিহতের নাম হযরত আলী (৩৫)। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর গ্রামের সোবহান আলীর ছেলে। বুধবার (৯ ফেব্রæয়ারি) উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদীফকিরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের হাদীফকিরহাট বাজারে ট্রাকের চাকা পরিবর্তন করার সময় পেছন থেকে আসা লরির ধাক্কায় ট্রাকের চালক নিহত হন। এসময় তার সহকারী (হেলপার) একই এলাকার বাসিন্দা নয়ন(৩০) সহ আরো ৩ জন আহত হন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো.মাহবুব জানান, বুধবার রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে হাদীফকিরহাট বাজারে চট্টগ্রাম মুখী লেনে ট্রাকের (ঢাকা মেট্টো ট-১৮-৫৯৫৩) চাকা বøাস্ট হওয়ায় রাস্তার পাশে দাঁড় করিয়ে চাকা পরিবর্তন করার সময় পেছন থেকে আসা একটি লরি (চট্টমেট্টো ঢ-৮১-০৬৯১) ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে থাকা চালক ঘটনাস্থলেই মারা যায় এবং হেলপার গুরুতর আহত হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।