চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক জয়লাভ করেছেন।

সভাপতি পদে এডভোকেট আবু মোহাম্মদ হাশেম এবং সাধারণ সম্পাদক পদে তৃতীয়বারের মতো এডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন
নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে চট্টগ্রাম কোর্ট হিলস্থ জেলা আইনজীবী মিলনায়তনে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে আইনজীবীদের সরব উপস্থিতিতে পুরো এলাকা সরগরম হয়ে উঠে।
রাত ১২টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।