মোহাম্মদ হোসেন,হাটহাজারী:
চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়িতে ৩৫ সাংবাদিক পেলেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক দেওয়া ৩ দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সনদপত্র।

তিন দিনের প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান উপলক্ষে বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে হাটহাজারী উপজেলা হল রুমে ট্রেনিং বুনিয়াদি প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান করা হয়।পিআইবি’র প্রশিক্ষক মিনহাজ উদ্দিন নিপুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম
রাশেদুল আলম,হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম্মদ শাহিদুল আলম,থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম,প্রেস ক্লাব সভাপতি কেশব বড়ুয়া,সাধারণ সম্পাদক মনসুর আলী।পরে বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করা সাংবাদিকদের হাতে প্রশিক্ষণ সনদপত্র তুলেদেন প্রধান অতিথি ব্যারিষ্টার আনিসুল ইসরাম মাহমুদ এমপি।