মোহাম্মদ হোসেন,হাটহাজারী:
চট্টগ্রামের হালদা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দুই হাজার মিটার ঘেরা জাল জব্দ করা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার(১৮ ফেব্রুয়ারী) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত অভিযান চলে।হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শার আমতোয়া পয়েন্ট হতে নাঙ্গলমোড়া বাজার পর্যন্ত
উপজেরা প্রশাসনের ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিদুল আলম নেতৃত্বে অভিযানকালে আইডিএফ মৎস কর্মকর্তা মোঃ ফয়েজ রাব্বানী ও মোঃ মনিরুল ইসলাম, গ্রামপুলিশ মোঃ আদিল ও মোঃ মনছুর সহযোগিতা করেন।
চট্টগ্রামের হালদা নদী থেকে ২হাজার মিটার ঘেরাও জাল জব্দ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
