আবুল কালাম:
বন্দর নগরী চট্টগ্রামের চান্দগাঁ থানা এলাকায় কালুরঘাটে জুয়ার খেলার আসর ও মাদক ব্যবসা আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই মাদক ব্যবসাই গ্রুপের গোলাগুলিতে এক যুবক নিহতে ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে কালুরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো— মো. হাসান প্রকাশ জিকু (১৮), মো. রনি (২৬), মো. ওমর ফারুক (২৬) ও মো. বাদশা (৩৬)।
পুলিশ জানায়, গত শনিবার চট্টগ্রামের চান্দগাঁওয়ের কালুরঘাটে জুয়ার আসর ও মাদকব্যবসা নিয়ন্ত্রণের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে মো. হায়দার (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বড় ভাই জয়নাল প্রতিক্ষের ১৪ জনের নাম উল্লেখ করে এবং ১৫-২০ জনকে অজ্ঞাতানামা আসামি করে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেছেন। পরে আজ সকালে অভিযান চালিয়ে এজাহারনামীয় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান বলেন, হায়দার হত্যা মামলার এজাহারনামীয় ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামিদের সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় নগরের কালুরঘাট রেললাইনে জুয়ার আসর ও মাদকব্যবসা নিয়ন্ত্রণের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের লোকজন মো. হায়দারকে ছুরি এবং হাতুড়ি দিয়ে আঘাত করে মাথা থেতলে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।