আব্দুস সালাম,টেকনাফ,(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফ উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মাসিক আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহীন আক্তার চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ আবদুর রহমান বদি, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, জেলা পরিষদ সদস্য মো. শফিক মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ শাহীন আক্তার চৌধুরী সকলের নিকট দৃষ্টি আকর্ষণ করে নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সাবরাং,হ্নীলা,সেন্টমার্টিন ও বাহারছড়া ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহির হোসেন এমএ।

এসময় উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।

সভায় মাদক,মানব পাচার, বিদ্যুৎ, বেড়িবাঁধের সুইস গেইট সংস্কার, চাঁদাবাজি, এনজিও কতৃক রোহিঙ্গাদের বিভিন্ন পণ্য সামগ্রী খোলাবাজারে বিক্রি,পৌর শহরে চুরি দমনে পুলিশের টহল জোরদার,চেকপোস্ট সমূহে যানজট নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ,মাংস বিক্রিতে ওজনে কারচুপি,অবৈধ স্থাপনা উচ্ছেদ,টাস্কফোর্স গঠন,সেন্টমার্টিনে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি,টেকনাফ পৌরসভায় টমটম ও সিএনজি চালকের নিকট চাঁদাবাজি সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তর আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত গৃহীত হয়। এর পরে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।