চট্টগ্রাম প্রতিনিধি॥
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে কেউ মৃত্যু বরণ না করলেও একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪৭ জন।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৮৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে শনাক্তের হার ২ দশমিক ৫০ শতাংশ।
মঙ্গলবার (১ মার্চ) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এইসব তথ্য পাওয়া গেছে।
নতুন আক্রান্ত ৩৯ জন নগরের ও ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৪৪৭ জন।
এর মধ্যে নগরের ৯১ হাজার ৯৬২ জন এবং বিভিন্ন উপজেলার ৩৪ হাজার ৪৮৫ জন। এ ছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন নগরের এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
প্রসঙ্গত, চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যায়।