আবুল কালাম, চট্টগ্রাম :
মাননীয় প্রধানমন্ত্রীর কার্যকরী নির্দেশনায় মাদরাসা শিক্ষা অন্ধকার থেকে আলোর পথে যাত্রা শুরু করেছে বলে অভিমত প্রকাশ করেছেন দারুল উলুম কামিল মাদরাসার গর্ভনিং বডির সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন।

বুধবার (২ মার্চ ) সকালে দারুল উলুম কামিল মাদরাসায় আলিম ২০২২-এ ভর্তিকৃত শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উক্ত মত প্রকাশ করেন তিনি।

এ সময় তিনি বলেন সরকার মাদরাসা শিক্ষাকে মূল শিক্ষার সাথে সংযুক্ত করে মাদরাসা শিক্ষার্থীদের জন্য জ্ঞানের দরজা উন্মুক্ত করে দিয়েছে। আধুনিক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির যুগেও পিছিয়ে নেই মাদরাসা শিক্ষা। দেশের সাধারণ শিক্ষার কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা করেই এগিয়ে চলছে মাদরাসাগুলো। মাদরাসা জাতীয় উন্নয়নের সহায়ক। এখন মাদরাসা জঙ্গী কিংবা সাম্প্রদায়িক বিষবাস্প ছড়ানোর কেন্দ্র নয়। এক সময় মাদরাসা শিক্ষায় ভীতিকর পরিবেশ বিরাজ করতো। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যকরী নির্দেশনায় মাদরাসা শিক্ষা অন্ধকার থেকে আলোর পথে যাত্রা শুরু করেছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর আন্তরিকতায় মাদরাসা শিক্ষায় ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। সেভাবে দারুল উলুম কামিল মাদরাসাকেও গড়ে তুলতে হবে। মাদরাসার সার্বিক শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ঘটাতে হবে। তিনি শিক্ষার্থীদের মাদরাসার নিয়ম কানুন এবং শান্তি শৃংখলা মেনে পাঠদান করার আহবান জানান। মাদরাসায় কোন অবস্থাতেই কোন প্রকার বিশৃংখলা সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি। এছাড়া অভিভাবকদের সন্তানদের প্রতি নজর রাখারও অনুরোধ জানান তিনি। তিনি শিক্ষক, ছাত্র এবং অভিভাবক ত্রিপক্ষের সমন্বয়ে পাঠদান কার্যক্রমকে আনন্দমুখর করে তোলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। তিনি আরো বলেন মাদরাসা শিক্ষার্থীরা এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইসিটিসহ বিভিন্ন উচ্চতর শিক্ষায় জ্ঞান অর্জন করছে। এক্ষেত্রে দারুল উলুম কামিল মাদরাসার কোন শিক্ষার্থী যদি উচ্চতর শিক্ষায় স্থান পায় সেক্ষেত্রে মাদরাসা কর্তৃপক্ষ তার সম্পূর্ণ ভর্তি খরচ বহন করবেন বলেও ঘোষণা দেন তিনি। মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ মুহসিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং মও. মাহবুবুর রহমান এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মুহাদ্দিস মও. আনোয়ার হোসাইন, মও. মাকছুদ আহমদ, মও. মাহবুবুল আলম ছিদ্দিকী, মো. রফিকুল ইসলাম প্রমূখ।