আবুল কালাম, চট্টগ্রাম :

নগরীর ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন( সিএমপি) পশ্চিম গোয়েন্দা পুলিশের অভিযানে ৫ মামলার আনোয়ার হোসেন( ৪৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে তল্লাশি করে ২১ হাজার ৫’শ টাকার জাল টাকার নোট উদ্ধার করা হয়।

শুক্রবার (৪ মার্চ) ডবলমুরিংয়ের ঈদগাহ নজির আহমদ সওদাগর সড়কের ওয়াবদা কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (৫ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

গ্রেপ্তার আনোয়ার হোসেন কুমিল্লা জেলার তিতাস থানা এলাকার মৃত জাবেদের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর হালিশহরের রঙ্গিপাড়া এলাকার একটি ভাড়া বাসায় থাকতো বলে জানিয়েছে পুলিশ।

সিএমপির গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), মোহাম্মদ আলী জানান, এর আগেও মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে । তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।