মোহাম্মদ হোসেন,হাটহাজারী:
চট্টগ্রামের হাটহাজারী’র নাঙলমোড়া ৮ নং ওয়ার্ড ও চারিয়া এলাকা থেকে মঙ্গলবার (১৫ মার্চ)রাতে পৃথক পৃথক অভিযানে ১লক্ষ ১০হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শাহিদুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চারিয়া এলাকা থেকে অবৈধ ভাবে কাঠ পাচারকালে কাঠসহ একটি গাড়ি জব্দ করা হয়
এবং মোহাম্মদ মুছা নামে এক ব্যাক্তিকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
দ্বিতীয় অভিযানে উপজেলার নাঙলমোড়া ইউনিয়ন থেকে কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে মোহাম্মদ ফারুক ৫০হাজার ও আব্দুর মোমিনকে ৫০হাজার টাকা জরিমানা
করা হয়। তিনটি অভিযানে মোট এক লক্ষ দশ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা প্রশাসন।