চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে চান্দগাঁও বাস টার্মিনালস্থ বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের (কালুরঘাট বেতারকেন্দ্র) সামনে ইতিহাস বিকৃতি কারী ও স্বাধীনতা বিরোধীদের অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সমাবেশ আয়োজন করে।
আজ (২৭ মার্চ) রবিবার সকাল ১০ টার দিকে নগরীতে এ প্রতিবাদী সামবেশের আয়োজন করা হয়।
সমাবেশে চট্টগ্রাম মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দীন, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুজাফ্ফর আহমেদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, কালুরঘাট বেতারকেন্দ্র থেকে কোন মেজর নয়, তৎকালীন চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হান্নান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে প্রথম স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। বর্তমানে কিছু দুষ্কৃতিকারী ইতিহাস বিকৃতি করার ষড়যন্ত্রে নেমেছে।
এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচী দিয়েছিল বিএনপি। শ্রদ্ধা নিবেদন শেষে সমাবেশ করার পরিকল্পনা ছিল দলটির। আর এ কর্মসূচির বিপরীতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সমাবেশ ডাকায় স্থান পরিবর্তন করে দলটি নগরীর পলোগ্রাউন্ড মাঠে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।