চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরের ১১টি ল্যাবে ২৪৭টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
বিশ্বব্যাপি করোনার সংক্রমণ শুরুর পর ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হয়। এরপর ওই বছরের ৯ এপ্রিল প্রথম কোনও ব্যক্তির মৃত্যু হয়।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টায় অ্যান্টিজেন টেস্টে মিরসরাইয়ে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দশমিক ৮০ শতাংশ।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬২৮ জন। এছাড়া করোনায় ১ হাজার ৩৬২ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে নগরে ৭৩৪ জন এবং উপজেলায় ৬২৮ জন।
করোনার শুরু থেকে চট্টগ্রামে মাত্র একটি ল্যাবে নমুনা পরীক্ষা করা হলেও বর্তমানে ১৭টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে৷
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।