চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরের ১০টি ল্যাবে ২৭৪টি নমুনা পরীক্ষা করে কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি। শনিবার (২ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, চবি ল্যাবে ৬টি, বিআইটিআইডি ল্যাবে ৩২টি, সিভাসু ল্যাবে ১৪টি, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৫টি, শেভরন ল্যাবে ৪১টি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪২টি, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ২৭টি, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৩০টি, মেট্রোপলিটন হাসপাতালে ১২টি এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৩৫টি নমুনা পরীক্ষা করে সবগুলোই নেগেটিভ পাওয়া গেছে।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬২৮ জন। এর মধ্যে নগরে ৯২ হাজার ৯০ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫৩৮ জন। এছাড়া করোনায় ১ হাজার ৩৬২ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে নগরে ৭৩৪ জন এবং উপজেলায় ৬২৮ জন। চট্টগ্রামে বর্তমানে ১৭টি ল্যাবে নমুনা পাওয়া সাপেক্ষে পরীক্ষা করা হচ্ছে৷