আবুল কালাম, চট্টগ্রাম:
বন্দর নগরীর নাছিরাবাদ ৩ নং রাস্তা এলাকায় ৬নং বাড়ির একটি সেফটি ট্যাংক পরিষ্কার করতে দেখাগেল একটি মিহলার অর্ধগলিত লাশ।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে সেফটি ট্যাংক থেকে এ লাশ উদ্ধার করেন পুলিশ।
জানা যায়, নাসিরাবাদের ৩ নম্বর রাস্তার ৬ নম্বর বাড়ির মালিক মাহাফুজুল হক চৌধুরী ট্যাংক পরিষ্কার করতে মেথরকে খবর দেয়। মেথর ট্যাংক পরিষ্কার করতে গেলে গলিত লাশ দেখতে পেয়ে বাড়ির মালিককে জানায়। পরে বাড়ির মালিক পাঁচলাইশ থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, ধারণা করছি কেউ মেরে পাঁচ মাস আগে সেফটি ট্যাংকে লাশ ফেলে দেয়।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশ থেকে ডিএনএ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি খুনের মামলা করা হয়েছে বলেও জানান তিনি।