চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার সল্টগোলা-ডাঙ্গারচর ঘাটে ভাড়া বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ পারাপার ও যাত্রী হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসুচি পালন করছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১১ টার দিকে সল্টঘোলা ডাঙ্গারচর ঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সল্টঘোলা ডাঙ্গারচর নিরাপদ নৌ-যাত্রী কল্যাণ পরিষদের সদস্য সচিব মোঃ হারুনের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলামের সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন কর্ণফুলী এন্টারপ্রাইজ এর সাধারণ সম্পাদক মোঃ আব্বাস, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, শ্যাডো অফ হিউম্যানিটি কর্ণফুলী শাখার সভাপতি সাইফুল ইসলাম।

উপস্থিত ছিলেন-নব দিগন্ত একতা সংঘের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আলী আজগর, নুরুল ইসলাম, মনির আহমদ, নুর ইসলাম, মোঃ সোহেল, ফখরুল ইসলাম, জসিম উদ্দিন, আবু তালেব, মোঃ আরমান, মোঃ হৃদয়, মোঃ আকবর প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, তেলের দাম বৃদ্ধির অজুহাতে ভাড়া ১০ টাকার স্থলে ১২ টাকা করা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। বিকল ইঞ্জিন ও অদক্ষ চালক দিয়ে বোট চালানোর ফলে প্রতিনিয়িত দূর্ঘটনা ঘটে। যাত্রীদের সাথে প্রতিনিয়ত দূর্ব্যবহার ও মারধর করা হয়। ধারণক্ষমতার তিনগুণ যাত্রী নিয়ে ঘাট পারাপার করা হয়। এতে লোকজন অনিরাপদ ভাবে নদী পারাপার করেন। সমস্যাটির সমাধানে স্থানীয়রা প্রশাসন ও সংশ্লিষ্টদের কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। না হয় রক্ত দেবেন তবুও বাড়তি ভাবে দেবে না ডাঙারচরবাসী ।’

মানববন্ধনে ৫ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।