আবুল কালঅম , চট্টগ্রাম:

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ ডাকাতকে আটক করেছে চট্টগ্রামের র‍্যাপিড় একশন ব্যাটলিয়ান র‍্যাব -৭।

শুক্রবার (১৬ এপ্রিল ) দিবাগত রাতে হাটহাজারী উপজেলার মদুনাঘাট নিয়ামত আলী এলাকার থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. ইউনুস (২০), মো. রেজাউল করিম (৩১), মো.আল আমিন (২০), মো. হৃদয় (২০), মো. শাহাদাত হোসেন বাবু (২০), মো. আলাউদ্দিন (২৩), মো. শাহাদাত হোসেন (২১) ও মোশারফ হোসেন (২৩)।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক ( মিডিয়া) নুরুল আবছার বলেন, এক দল ডাকাত নিয়ামত আলী রোড এলাকায় দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করার গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি চালিয়ে ১টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড কার্তুজ এবং ১টি কিরিচি উদ্ধার করা হয়।

পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।