আবুল কালাম, চট্টগ্রাম :
চট্টগ্রামস্থ বৃহত্তর গর্জনিয়াবাসীর (ইদগড়-গর্জনিয়া -কচ্ছপিয়া) উদ্যোগে নুর উদ্দিন মোঃজাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে সংগঠক এডভোকেট মুহাম্মদ আবু ঈসা’র পরিচালনায় দি কিচেন রেস্টুরেন্টে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়। এতে অভ্যর্থনা ও আপ্যায়নের দ্বায়িত্বে ছিলেন এম. মোবারক হোসাইন বি.এ. (অনার্স) ইংরেজি বিভাগ। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন থেকে তেলোয়াত করেন সংগঠনের সদস্য হাফেজ আবদুল লতিফ।

উক্ত আলোচনা সভায় পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন অধ্যাপক সেলিম উল্লাহ। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন কলেজ পরিদর্শক চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও সংগঠনের আহব্বায়ক আবুল কাশেম মোঃফজলুল হক। প্রধান মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও সমাজ সেবক আব্দুল মাজেদ সিকদার, গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন আবু হান্নান অতিঃজেলা ও দায়রা জজ দেউলিয়া বিষয়ক আদালত চট্টগ্রাম, মাইনুল ইসলাম লিপু সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাঁশখালী আদালত, চট্টগ্রাম, এস.এম আমির হোসাইন ব্রাঞ্চ ম্যানেজার বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংক চাক্তাই, চট্টগ্রাম।

মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন আব্দুল হান্নান বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রাম, মাহাবুবুল আলম জেনারেল পোষ্ট অফিসার জিপিও চট্টগ্রাম, মোঃ রাজু শিক্ষাবিদ চট্টগ্রাম,
এ এইচ এম এরশাদ, সেকেন্ড অফিসার কোতয়ালী থানা চট্টগ্রাম, ডাঃরিয়াজুর রহমান তৌপাক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চট্টগ্রাম, ইঞ্জিনিয়ার মোঃসাদেক, প্রভাষক সাহাব উদ্দিন, মুহাম্মাদ আনসার বিডিপি কর্মকর্তা নুরুর হাকিম সহ প্রমুখ।

সভায় প্রধান মেহমান আব্দুল মাজেদ সিকদার তাঁর বক্তব্যে বলেন আমার একমাত্র লক্ষ বৃহত্তর গর্জনিয়ার বেকারত্ব দুুর করা। তাই শিক্ষিত বেকারদের সবসময় কর্মসংস্থান করে দিবে বলে আশ্বাস প্রদান করেন তিনি। গেস্ট অব অনার আবু হান্নান অতিঃজেলা ও দায়রা জজ তিনি বক্তব্যে বলেন কষ্ট করলে সফলতা আসে, তাই সকল ছাত্র সমাজকে ভাল ছাত্র হওয়ার সাথে সাথে পরিশ্রমি হওয়ার আহব্বান জানান। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুল ইসলাম লিপু বলেন এলাকার ভাইদেরকে একত্রে পেয়ে খুবই আনন্দ উপভোগ করছি। সবাইকে মন সতেজ ও সুন্দর স্বপ্ন গড়ার জন্য সততার মাধ্যামে এগিয়ে যাওয়ার উদাত্ত আহব্বান করছি।

সর্বোপরি আহবায়ক আবুল কাশেম মোঃফজলুল হক সবাই সংঘবদ্ধ হয়ে সুন্দর সমাজ গড়ার আহব্বান জানিয়ে আলোচনা সভা সমাপ্ত ঘোষনা করেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ প্রদান করেন।