আবুল কালাম, চট্টগ্রাম:
সন্দ্বীপ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ ২৪ এপ্রিল ২০২২, রবিবার বেগম ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্সে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ও আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি।
বক্তব্য রাখেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহম্মদ খান, সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন, সহকারী কমিশনার ভূমি মোঃ মইন উদ্দিন, পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. ফজলুল করিম, উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টোশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া, মুস্তাফিজুর রহমান কলেজের অধ্যক্ষ জামিল ফরহাদ, বাউরিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, কালাপনিয়া ইউপি চেয়ারম্যান আলিমুর রাজী টিটু, আমানউল্লাহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, হরিশপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা, মগধরা ইউপি চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা কমপ্লেক্স মার্চেট এসোসিয়েশনের সভাপতি শা আকবর হেলাল, সন্দ্বীপ প্রেস ক্লাব সভাপতি রহিম মোহাম্মদ, যুগ্ম সম্পাদক ইসলাম হোসেন মনি, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহবায়ক ইলিয়াছ সুমন, যুগ্ম আহবায়ক কাউছার মাহামুদ দিদার প্রমুখ।
সভায় সব বক্তার বক্তব্যে উঠে আসে নিরাপদ নৌ যাতায়াতের বিষয়টি। এমপি মিতা মহোদয় প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন আপনারা আসন্ন ঈদের সময় যাতায়াত ব্যবস্হা সুগম করার জন্য মোবাইল কোট পরিচালনা করবেন এবং ট্রাক, ট্রলি, মাইক্রো, মোটরসাইকেল, সিএনজি সহ সব যাত্রী বাহি গাড়ি সমুহের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স দ্রুত করার জন্য আহবান জানান।
ইউএনও সম্রাট খীসা বলেন এখন থেকে অনুমতি ছাড়া যে ঘাটে স্পিড বোট চালায় এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। নিউজ এডিট : অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।