বিনোদন প্রতিবেদক:
আগামীকাল ২৯ অক্টোবর শুক্রবার কিংবদন্তী ব্যান্ড তারকা ও গিটারের জাদুকর আইয়ুব বাচ্চু’র স্মরণে এবি মিউজিক স্টেশন এর উদ্যোগে স্মরণসভা ও এবি’র গান” শীর্ষক অনুষ্টান অনুষ্ঠিত হবে চট্টগ্রাম প্রেস ক্লাব এর এস রহমান হলে বিকাল ৫ টায়। এতে কিংবদন্তী ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু’কে স্মরন করবেন চট্টগ্রামের ব্যান্ড ও সংগীতের অনেক জনপ্রিয় ও সম্মানিত অনেকেই।

উপস্থিত থাকবেন টেলিভিশন মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার অনেক সাংবাদিকরা। উক্ত অনুষ্ঠানে গান পরিবেশন করবেন সাসটেইন ব্যান্ড। অনুষ্ঠান সম্পর্কে এবি মিউজিক স্টেশন ও আইয়ুব বাচ্চু সংগীত স্মৃতি পরিষদ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আশিক বন্ধু বলেন- আইয়ুব বাচ্চু শিল্পী বা তারকার পাশাপাশি একজন অসাধারণ বিনয়ী ও মানবিক ব্যক্তিত্ব ছিলেন। তাই তার অকাল প্রয়াণে অসময়ে চলে যাওয়াতে আমরা খুব কষ্ট পেয়েছি। এই কারনে তাকে স্মরন করতে এবি মিউজিক স্টেশন এর ব্যানারে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। উক্ত অনুষ্ঠানে সকল এবির সংগীতপ্রেমীদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এবং সারাজীবন আমরা আইয়ুব বাচ্চু ও তার গানকে মনেপ্রাণে ধারন ও লালন করে যাবো।