চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৮৩৪টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২০ জনের। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১ দশমিক ০৯ শতাংশ। এইদিন করোনায় একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
নতুন আক্রান্ত হওয়া ২০ জনের মধ্যে ১৫ জন মহানগর এলাকার এবং ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া মৃত্যুবরণকারী ১ জন মহানগর এলাকার বাসিন্দা।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২০২ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৯৫৭ জন এবং উপজেলায় ২৮ হাজার ২৪৫ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩২২ জনের মধ্যে ৭২২ জন মহানগর এবং ৬০০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।