সাতকানিয়া প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শিশুদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ন সচিব এ. এম. পারভেজ রহিম। সভায় মুখ্য আলোচক ছিলেন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুল মজিদ ওসমানী। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব কান্তি রুদ্র, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এ টি এম মনজুর মোর্শেদ।
আলোচনা সভা শেষে স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ন সচিব এ এম পারভেজ রহিম শিশুদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ান। পরে তিনি সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ইউনিট, সাতকানিয়া মডেল হাইস্কুল ও ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান।
জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে সাতকানিয়ায় আলোচনা সভা
