চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ১২০ পিস হলুদ ইয়াবা ও নগদ ২১ হাজার টাকাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-শারমিন বেগম মনা (২৮),শাফায়াত উল্যাহ মুন্না (২৬), মো. ফরহাদ (৩০) ও মো.আকাশ (১৮)।
আজ রবিবার বিষয়টি নিশ্চিত করছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নেজাম উদ্দিন।
শনিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম তাদের আটক করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
কোতোয়ালি থানার এস.আই মো. হোসাইন বলেন, গোপন সংবাদে গতকাল (শনিবার ) রাতে কোতোয়ালি থানার গোয়ালপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তাদের কাছ থেকে ১২০ পিস হলুদ ইয়াবা জব্দ করা হয় যার মধ্যে ১৫ পিস ভাঙ্গা লাল রঙের ও ১৫ পিস সবুজ রঙের ইয়াবা রয়েছে। একই সাথে তাদের কাছ থেকে নগদ ২১ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে আজ (রবিবার) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।