চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সবগুলো ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের মেম্বার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
উপজেলার ১৪ ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন কেবল নৌকার একজন করে প্রার্থী।
একইভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডেও মেম্বার পদে একজন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
সংরক্ষিত নারী আসনেও একজন করে প্রার্থীই মনোনয়ন জমা দিয়েছেন।
মঙ্গলবার (২ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল।
রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন।