চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) গোলাম ইয়াজদানীর ওপর হামলার ঘটনায়
তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২৯ জানুয়ারি) চসিকের প্রধান নির্বাহী শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। সোমবার (৩০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন চসিকের রাজস্ব কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান (আহবায়ক) সৈয়দ শামসুল তাবরীজ।
এতে চসিকের রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন— চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, আইন কর্মকর্তা মনীষা মহাজন।
এ বিষয়ে রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ বলেন, ‘চিঠি হাতে পেয়েছি। গতকালের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে মেয়র বরাবর তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’
অন্যদিকে, এ ঘটনায় গতরাতে ১১ জনের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করা হয়েছে। চসিকের নিরাপত্তা কর্মকর্তা মো. কামাল উদ্দিন বাদি হয়ে এ মামলা দায়ের করা হয়।
সিটি করপোরেশনের সচিব খালেদ মাহমুদ বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।