আবুল কালাম, চট্টগ্রাম :
চট্টগ্রামের খুলশী থনাধীন আমবাগান এলাকায় ছুরিকাঘাতে হানিফ খুনের দায়ে চার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব ৭।
শনিবার (১৩ নভেম্বর) রাতের দিকে শরীয়তপুর ও ঢাকার কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, মো. সোহেল প্রকাশ ভান্ডারি (২১), তার ভাই মো. হাসান (১৯ ও মো. সোহাগ (২৩) এবং তাদের বাবা আমির হোসেন (৪৮)
১৪ নভেম্বর রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার।
তিনি জানান, ৬ নভেম্বর সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে কথাকাটাকাটির পূর্ব শত্রুতার জের ধরে নিহত হানিফকে খেলার মাঠ থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।
এরআগে গত ৮ নভেম্বর বিকেল সোয়া ৫টার দিকে তরুণ সংঘ মাঠে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন মো. হানিফ (২২)। এ ঘটনায় তাদের বড় ভাই মো. জয়নাল বাদি হয়ে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করে খুলশী থানায়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।