মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
চট্টগ্রামের হাটহাজারী জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসার (হাটহাজারী বড় মাদ্রাসা) মুহতামিম আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া (৭৭) আর নেই। শনিবার ৩ জুন রাত ১ টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া
হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ছিলেন। বর্ষীয়ান ও সর্বজন শ্রদ্ধেয় এ আলেমের ইন্তেকালের খবরে আলেম সমাজ ও বৃহত্তর চট্টগ্রামের মাদ্রাসা গুলোতে শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার ৩ জুন মাগরিবের নামাজের মরহুম আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া এর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মাদ্রাসা সুত্রে জানা গেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।