চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলীতে পৃথক অভিযানে ৭ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও ৪ হাজার ২৮০ টাকা জব্দ করা হয়।
শনিবার (১৫ই জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চরলক্ষ্যার গফুর মেম্বারের বাড়ির মাঠ ও চরপাথরঘাটা ইছানগরের আহম্মদ নূরুের ভবন থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন-মো. ইদ্রিস (৩৮), ইলিয়াছ (৩৬), নূর আলম (৪৫), মো. জুয়েল (৪৫), দেলোয়ার হোসেন (৪৮), সালাউদ্দিন (৪৮), ও নূর আহম্মদ (৫২)। তারা চরলক্ষ্যা এক নম্বর ওয়ার্ড ও চরপাথরঘাটার ইছানগর এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, পৃথক অভিযানে চরলক্ষ্যা ও চরপাথরঘাটা থেকে ৭ জুয়াড়িকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ, এর আগে গত বৃহস্পতিবার চরপাথরঘাটা ইছানগর এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৪ জনকে আটক করেছিল পুলিশ
আরো খবর
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।