আবুল কালাম, চট্টগ্রাম :

চট্টগ্রামে র দক্ষিণ কাট্রলতে দেশীয় তৈরী চোলাই মদ বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ লিটার মদসহ এক নারী কারবারি কে আটক করেছে( সিএমপি)র পাহাড়তলী থানা পুলিশ।

আটক কৃত নারীর নাম হলো:-কৃষ্ণা নাথ (৪০)।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী নাথ পাড়া থেকে আসামি কৃষ্ণা নাথের সেমিপাকা বসতঘরের সামনের কক্ষ থেকে তাকে আটক করে থানা পুলিশ।

অভিযুক্ত কৃষ্ণা নাথ, চট্টগ্রাম পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী নাথ পাড়ার মন্টু নাথের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ওসি মোহাম্মদ কেপায়েত উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত ঐ নারীকে ১১ লিটাক মদসহ আটক করতে সক্ষম হই। পরে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।