আবুল কালাম, চট্টগ্রাম :
চট্টগ্রাম নগরীর হালিশহরের ১২ মামলার আসামি ঢাকা, গাজীপুর, ময়মনসিংহসহ বিভিন্ন জায়গাায় অভিযানে ৯টি সিআর সাজা, ১টি জিআর সাজা ও ২টি সিআর নরমাল গ্রেফতারি পরোয়ানামূলে আবু বক্কর সিদ্দিক, মনজুরা আক্তার ও মাঈনুদ্দিন প্র: এম কে শাহেদ নামে ৩ আসামিকে গ্রেফতার করেছে হালিশহর থানা পুলিশ।
বুধবার (৬ নভেম্বর) বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নরমাল ও সাজা পরোয়ানামূলে উক্ত ৩ জনকে আটক করে পুলিশ।
হালিশহর থানার ওসি মোঃ কায়সার হামিদ বলেন, বর্ণিত আসামি আবু বক্কর সিদ্দিক ও আসামি মনজুরা আক্তারদ্বয় ইস্টার্ন ব্যাংক লি: হতে ঋণখেলাপীর দায়ে ৪ (চার) মাস করে সাজাপ্রাপ্ত। তারা বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠানের ঋণখেলাপীর দায়ে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়েছে।
এছাড়াও আসামি মাঈনুদ্দিন প্র: এম কে শাহেদ ডবলমুরিং মডেল থানায় ২ বছরের সশ্রম কারাদণ্ডে সাজাপ্রাপ্ত। বর্ণিত আসামি বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠানের ঋণখেলাপীর দায়ে বিভিন্ন মেয়াদে ৬ (ছয়) মাস সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ড সর্বমোট দশ লক্ষ টাকার সাজাপ্রাপ্ত হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ডিসেম্বর ৫ তারিখ ভোর থেকে নভেম্বরের ৬ তারিখ রাত পর্যন্ত ঢাকা, গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬টি সিআর সাজা ও ২টি সিআর নরমাল পরোয়ানাভুক্ত আসামি আবু বক্কর সিদ্দিক এবং ১টি সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মনজুরা আক্তারকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ডিএমপির খিলগাঁও থানা এলাকার দক্ষিণ বনশ্রী এলাকা হতে অভিযান চালিয়ে ২টি সিআর সাজা ও ১টি জিআর সাজা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মাঈনুদ্দিন প্র: এম কে শাহেদকেও গ্রেফতার করা হয়।