জে,জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি:
সামাজিকতা আর মানবিকতা মিলে অবাক করা এক অফার নিয়ে হাজির হয়েছেন চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী এক সামাজিক সংগঠন ‘চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাব’।
সংগঠনটির সভাপতি নাজিম উদ্দিন রিয়াদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সুমন এর তথ্য অনুযায়ী, কর্ণফুলীর ৩৫ প্রবীণ ও প্রতিবন্ধী যারা জীবনে একবারের জন্যও কক্সবাজারে যাননি এমন ৩৫ বৃদ্ধকে এবার সুযোগ দিচ্ছেন বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত ঘুরে বেড়ানোর।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ সেলিম হক জানান, মঙ্গলবার সকাল ৯ টায় সামাজিক সংগঠনের এই ব্যতিক্রমী উদ্যোগে নৈসর্গিক সৌন্দর্য্যের বিখ্যাত শহর কক্সবাজারে রওয়ানা হয়েছেন। মাত্র এক দিনের জন্য বিনাখরচে পুরো কক্সবাজার ভ্রমণের জন্য ৩৫ জনকে সুযোগ দিয়েছেন চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাব।
জানা যায়, গতকাল ৩০ বছর পূর্তি উপলক্ষে সংগঠনটি দুইদিন ব্যাপী আলোচনা সভা, কেক কাটা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব আজিম আলী। বক্তব্যে তিনি বলেন,‘সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনের কোন বিকল্প নেই। তরুণ সমাজকে জাগ্রত করতে হলে সম্মিলিত ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। কিশোর অপরোধের বিষয়ে রাষ্ট্রের পাশাপাশি পিতামাতাকেও সচেতন হতে হবে। আমরা কেবল টাকার পিছনে ছুঁটছি। এর প্রভাব পড়েছে যুব সমাজের উপর। যুব সমাজের অধঃপতন হলে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়।’
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং (কর্ণফুলী এলিট) আলহাজ্ব লায়ন এম এন ছাফা, সংগঠক শাহজাহান ফারুকী, চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ, জেলা জেএস ট্রেডিং কোম্পানীর সিইও জয়নাল আবেদিন, মুক্তবিহঙ্গ ক্লাবের প্রতিষ্ঠাতা ও কর্ণফুলী যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক, আনোয়ার সাদাত মোবারক, মুহাম্মদ সেলিম খাঁন, খুরশিদ আলম বিপ্লব, জাফর ইকবাল, সাইফুদ্দিন সাইফ, মোঃ ইয়াছিন, আশরাফ আলী মন্টু, মোঃ আলী জিন্নাহ, আব্দুর রশিদ, আব্দুল লতিফ, করিম আলী, আব্বাস খান, জসিম উদ্দিন, মামুনুর রশীদ, আজাদ উদ্দিন শাহিন, মহিউদ্দিন বাদশা, আরাফাত হোসেন পাপ্পু, দোস্ত মুহাম্মদ, হোসাইন মোবারক, রিদুয়ান, তারেক হোসেন মুন্না, রাসেল রাইন, আরিয়ান দিদার, হেদায়েত হোসেন রিমন, জেএস সামুন, রায়হান মুন্না, সাইদুল ইসলাম সজীব, নাজিম উদ্দীন, শাহরিয়ার জাহাঙ্গীর, সিফাত, আব্দুল বারেক, সাদ্দাম হোসেন, মুহিন, মুনতাসীর, তুহিন, রায়হান সজিব, মুস্তফা শাকিল, দৌলত, মহিউদ্দিন, আলমগীর, খোকন, রুবেলসহ প্রমুখ।
মোহাম্মদ সেলিম হক জানান, ‘সকলে একে অপরের চেনা-জানা। সংগঠনের ৩০ বছর পূর্তিতে যারা জীবনে কক্সবাজার যায়নি, শৈশবে দারিদ্রতা বা যোগাযোগ ব্যবস্থার কারণে পৃথিবীর দীর্ঘতম সমুুদ্র দেখার সুযোগটা হয়নি এমন বৃদ্ধ ও প্রতিবন্ধী ৩৫ জনকে নিয়ে চরপাথরঘাটা মুক্তবিহঙ্গ যাচ্ছে কক্সবাজার ভ্রমণে। তিনি আরও জানান, ‘শেষ বয়সের বৃদ্ধদের অযত্নে নয়, ভালোবাসার সুন্দর সমাজ গঠনে এ বার্তা ছড়িয়ে দিতে ব্যতিক্রমী এই আয়োজন। এটাকে অনুসরণ করে জেগে উঠুক প্রতিটি মানুষের বিবেক।’
কক্সবাজার ভ্রমণের কথা জানতে চাইলে ৭০ সত্তর বয়স ছুইঁছুঁই চরপাথরঘাটার বাসিন্দা হায়দার আলী বলে, ‘আইঁতো হাক্সেবাজার হনোদিন ন যাই, টেলিভিশোনে দরিয়ার ঢেউ দেক্কি। টেঁয়া পয়সার অভাবে যাইত ন ফারি, সাম্পান চালাই সংসার চালাই। আল্লাহ নে ওয়াইলে এবেলা যাইয়ুম।’
৮৩ বছরের আজিজুর রহমান জাপান ব্রিটিশের যুদ্ধের গল্পের কথা অনায়সে বললেও কক্সবাজার যেতে না পারাটা বড়ই আক্ষেপ বলে জানালেন। তিনি তার নিজস্ব ভাষায় বললেন, ‘হাক্সেবাজার হনোদিন ন যাই। আগে ছাইলে বহুত যাইত ফাইত্তম সাগরিদি বোটেট গরি। মরি যাইউম শেষ বয়সত একখানা ছাইতাম চাই।’
৮৭ বছরের বৃদ্ধ জাফর আহমদ বলেন, ‘হাক্সেবাজার যাইতো মনে হইলেও ক্যানে যাইয়ূম। টেয়া পয়সার বেফার। প্রতিবন্ধী নুরুল ইসলাম বলেন, ‘পা নেই। মনের জোরে যেতে চাই। আর বেশি দিন বাঁইচ্চুম ন।’
প্রসঙ্গত, চরপাথরঘাটা মুক্তবিহঙ্গ ক্লাব ১৯৯১ সালে প্রতিষ্ঠার পর থেকে সামাজিকতায় এলাকায় নানা উন্নয়নে অবদান রেখেছেন। অবহেলিত চরপাথরঘাটার উন্নয়নের বিরাট অবদান এই সংগঠনটির।
১৯৯৬ সালে চট্টগ্রাম সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান কায়সার ও সীতাকুণ্ডের সাবেক এমপি আবুল কাসেম মাস্টার আসেন ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে। প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিষ্ঠা করেন আয়ুব বিবি স্কুল অ্যান্ড কলেজ, নয়াহাট সেতু ও যাত্রীছাউনি।
১৯৯৮ সালে সমাজসেবা অধিদপ্তর কতৃক অজর্ন করেন নিবন্ধন। মুক্তমন, মুক্তবুদ্ধি আর মুক্ত চিন্তার শোষণহীণ সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এ সংগঠনের পথ চলা। মাত্র দুই টাকা করে চাঁদা দিয়ে ২০ জন কিশোর সংগঠনটি প্রথম কর্ণফুলীতে প্রতিষ্ঠা করেন। আজ ৩০ বছরে পথ চলা এতটা সহজ ছিল না। সংগ্রাম আর এতিহ্য নিয়ে আজও এলাকাবাসির হৃদয় জয় করে চলেছেন সংগঠনটি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।