চট্টগ্রামের পতেঙ্গা প্রাইভেটকারের ধাক্কায় মো. নুর হোসেন (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পতেঙ্গা বেরিবাঁধ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর হোসেন নগরীর ৪১ নম্বর ওয়ার্ড আনসার মেম্বার বাড়ির মো. নুরনবীর ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পতেঙ্গা বেড়িবাঁধ মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় নুর হোসেন আহত হন। এসময় স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।