চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলীতে চিরকুট লিখে আত্মহত্যা করেছে নুর হোসেন বাবু (১৭) নামে এক অটো রিকশা চালক।
১লা মার্চ (শুক্রবার) সকাল ১০ টায় শিকলবাহা নিহতের বাড়ি থেকেই থানা পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহির হোসেন। একই সাথে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিকলবাহা ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিক।
নিহত বাবু শিকলবাহা ৭ নম্বর ওয়ার্ডের ফকিরা মসজিদ জীবন মাঝির হাজী নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে বাবুর লিখে যাওয়া একটি সুইসাইড নোট ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, ঘটনার সময় নুর হোসেন বাবুর পরিবারের সবাই দাওয়াতে বাইরে ছিল। রাতে বাড়িতে ফিরলেও বাবা এসে বাবুর রুমে ডাকাডাকি করলেও সে উঠেনি। মনে করেছে ঘুমাইছে। তখন দরজা না খোলায় বাবা বোনের বাড়িতে গিয়ে ঘুমিয়েছে। সকালে আবারো ডাকাডাকি করলেও না উঠায় সেমিপাকা ঘরের টিন ভেঙে দেখতে পান বাবুর ঝুলন্ত লাশ। ছেলেটি সিলিং ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেন।
পরে খবর দেওয়া হয় কর্ণফুলী থানা পুলিশকে।
মৃত্যুর আগে বাবু সুইসাইড নোটে লিখে যান, “আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন, আশা করি ভালো আছেন, আমার এই চিঠিটা আমার প্রিয় মানুষের জন্য। প্রিয় কেমন আছ। আশা করি ভালো আছ, ভালো থাকারও কথা। কারণ আমার থেকে এখন আরো বেটার ছেলে পাইছো। দোয়া করি তুমি তাকে নিয়ে যেন সুখে থাকো। তোমার যদি কিছু হয়, তাহলে আমি ভালো থাকব না। তখন আমারও কষ্ট হবে। দোয়া করি যেন তুমি সব সময় হাসিখুশি থাকো মত। আর পারলে আমাকে কমা করে দিবা। আমি তোমাকে অনেক বিরক্ত করছি। আর কোনদিন আসব না বিরক্ত করতে। আমার কারণে যদি তোমার ঘরের কারো সমস্যা হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমা করবেন। আর আমার ঘরের উদ্দেশে বলতেছি। আমার কারণে আপনাদের অনেক সমস্যা হচ্ছে, আমি চাই না আমার কারণে আপনাদের সম্মান চলে যাই সেটা। পারলে আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকিয়েন। আর ওহে, প্রিয় মানুষ তানিয়া তুমি তোমার বিএফ নিয়ে ভালো থাকিও। বাই সবাই আমার জন্য দোয়া করবেন। ইতি বাবু।”
লাশ উদ্ধারকারী কর্ণফুলী থানার এসআই কামাল উদ্দিন জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে সকালে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাবুর রুম থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।’
কর্ণফুলী থানার ওসি মো. জহির হোসেন বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।