চট্টগ্রামের কর্ণফুলী নদীতে চাইনিজ সিবিসি হেমারিং-১৯ নামে এক জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১১ মার্চ) বিকেলে মেরিন ফিশারিজ ঘাটে এই আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর শোয়াইব হোসেন মুন্সি।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় চাইনিজ সিবিসি হেমারিং-১৯ জাহাজের বিভিন্ন কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, চারতলা বিশিষ্ট জাহাজে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।