অনলাইন ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার রেললাইনের পাশ থেকে জুয়েল (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরী ঘাটা এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে।

মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১১টার দিকে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জুয়েল সোমবার রাতে তারাবির নামাজ পড়তে ঘর থেকে বের হয়। পরে আর ঘরে ফিরেনি। সকালে স্থানীয়রা রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় জুয়েল অত্যন্ত ভদ্র ও বিনয়ী ছিলেন। তার সাথে এলাকার কারোর দ্বন্দ্ব নেই।

নিহতের ছোট ভাই সোহেল রানা বলেন, রাতে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। সকালে যখন বিষয়টি জানাতে থানায় যাচ্ছিলাম তখন ভাইয়ের মৃত্যুর সংবাদ জানতে পারি। তিন মাস আগে আমার ভাই বিয়ে করেন।

 

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ ফারুক হোসেন বলেন, রেললাইনের সীমানার প্রায় ১৮ ফুট দূরে লাশটি পাওয়া গেছে। সুতরাং বিষয়টি থানা পুলিশ দেখবেন।

সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন বলেন, কীভাবে মারা গেল তা এখন বলা যাচ্ছে না। নিহতের নাকে রক্ত দেখা গেছে।

তিনি আরও বলেন, রেললাইন থেকে ১০-১২ ফুট দূরে লাশটি পড়ে থাকতে দেখা যায় এবং তার বাম গালে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পরে সঠিক তথ্য জানা যাবে।