চট্টগ্রামের রাইফেল ক্লাব ভবনের ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের (ইউসিবি)’র আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ভেতরে এখনও ধোঁয়া উঠছে।

শনিবার (১৬ মার্চ) রাত ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সন্ধ্যা ৭টার দিকে নগরীর জুবলি রোড এলাকার ওই ব্যাংকে আগুনের ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যায় রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের কার্যালয়ে আগুন লাগে। চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ইউসিবি ব্যাংকের জুবিলী রোড শাখার ব্যবস্থাপক (অপারেশনস) মো. মইনউদ্দিন চৌধুরী জানান, যখন আগুন লাগে তখন ব্যাংকটি বন্ধ ছিল। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন।