বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গার আউটার রিং রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের এক বিদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (১৫ এপ্রিল) রাত ১২টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীকে বহন করা পাজেরো গাড়িটি চরপাড়া এলাকায় পৌঁছালে চাকা ফেটে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগলে তা দুমড়ে-মুচড়ে যায়।
নিহত শিক্ষার্থীর নাম ফুতফাফোনে জায়ডালা (২৩) । তিনি লাওসের নাগরিক।
পতেঙ্গা থানা পুলিশ সূত্র জানায়, দ্রুত ও বেপরোয়া গতিতে চালানোর ফলে গাড়িটি রোড ডিভাইডারের সঙ্গে দ্রুতগতিতে ধাক্কা লেগে কয়েকটা পল্টি খেলে গাড়িতে থাকা তিনজন আরোহীর একজন ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের চিকিৎসার জন্য নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে পতেঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে মৃত একজন বিদেশি নাগরিক।
হোটেল ওশান প্যারাডাইসের সুইমিংপুলে ডুবে শিশুর মৃত্যু
পতেঙ্গা থানার ওসি কবিরুল ইসলাম কালবেলাকে বলেন, মৃতদেহের সুরতহাল প্রস্তুত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার পরিচয় জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জানা যায়, গাড়িতে থাকা ওই শিক্ষার্থী চট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটির বিদেশি ছাত্রী এবং তিনি লাওসের অধিবাসী। একইসঙ্গে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।