নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীর সিটি গেইট এলাকায় ৪ কেজি গাঁজাসহ শাহেনা আকতার (৪২) নামক এক নারী গ্রেপ্তার হয়েছেন।
৭ মে (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে নগরীর সিটি গেইট এলাকায় পুলিশি চেকপোস্টে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী।
গ্রেপ্তার শাহেনা আকতার জোরারগঞ্জ করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার বৈদ্য বাড়ির আব্দুল হামিদ এর স্ত্রী।
ঘটনার সূত্রে জানা যায়, আকবরশাহ্ থানাধীন সিটি গেইট সংলগ্ন চেকপোস্টে এসআই শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্টে ডিউটিকালে ঢাকা টু চট্টগ্রামমুখী রাস্তার উপর চয়েস যাত্রীবাহী লোকাল বাসে (ঢাকা মেট্রো-ব-১৩-০১৪২) যাত্রীদের তল্লাশিকালে বাসের ডি-৪ সিটের যাত্রী শাহেনা আক্তারকে তল্লাশি করে তার হেফাজতে থাকা একটি কালো ও কপি রঙের মিশ্রিত কাপড়ের ব্যাগের ভিতর নীল রঙের পলিথিন দ্বারা মোড়ানো দুই পুটলায় ৪ কেজি গাঁজা উদ্ধার করেন।
বিটিভির আইন বিষয়ক অনুষ্ঠান ‘প্রমাণিত: অপ্রমাণিত- আইনের সহজপাঠ’ এর যাত্রা শুরু
অভিযানে নেতৃত্বদানকারী এসআই শাহাদাত হোসেন বলেন, ‘সিএমপি’র পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক দিক-নির্দেশনায় এডিসি স্পিনা রানী প্রামাণিক ও পাহাড়তলী জোনের এসি মো. মঈনুর রহমান এর তত্ত্বাবধানে আকবার শাহ্ থানার অফিসার ইনচার্জ গোলাম রব্বানী এর নেতৃত্বে চেকপোস্টে ডিউটিকালে গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।’
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, ‘চেকপোস্টে তল্লাশিকালে এক নারীকে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’
ওসি আরও জানান, ‘গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ফেনী সদর থানায় মাদকদ্রব্য আইনেও মামলা রয়েছে।’
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।