চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝরনা থেকে পড়ে এক পর্যটক আহত হয়েছেন। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা আহত পর্যটককে উদ্ধার করে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে ভর্তি করিয়েছে।
আহত পর্যটক ঢাকা দক্ষিণ সিটির মহসিন মিয়ার ছেলে মো. রাশেদুল ইসলাম(২৫)।
শুক্রবার (২১ জুন) দুপুরে খৈয়াছড়া ঝরনা এলাকায় এ ঘটনা ঘটে।
মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, শুক্রবার দুপুরে খৈয়াছড়া ঝরনায় পা পিছলে গুরুতর আহত হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে মিরসরাই পৌর সদরের সেবা আধুনিক হাসপাতালে ভর্তি করিয়েছি।
দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্ট রামাফোসা, প্রধানমন্ত্রীর অভিনন্দন
মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিব হোসেন বলেন, রাশেদুল ইসলাম নামে এক পর্যটক হাসপাতালে ভর্তি আছেন। তার ডান পায়ের গোড়ালি ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় স্থানান্তর করা হচ্ছে।
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।