আবুল কালাম চট্টগ্রাম

চট্টগ্রামের বোয়ালখালী সরন্দীপ এলাকায় একটি পুকুরে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ৫ম শ্রেণিতে পডুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে। ছাত্রের নাম হল মোহাম্মদ ইরফান (১৭)।

বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফকিরাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

ইরফান মধ্যম চরণদ্বীপ ফকিরাখালী হজরত তুফান আলী শাহ (রহ.) বাড়ির মৃত আবদুর রহমানের ছেলে। সে চরণদ্বীপ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

স্থানীয় বাসিন্দা সাবের আহমদ রিজভী জানান, দুই ভাইয়ের মধ্যে ইরফান ছোট। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে ইরফান পানিতে ডুবে যায়।

প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর ইরফানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।