মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও গৌরবোজ্জ্বল বিজয়ের ৫০ বছর পূর্তিতে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর পুষ্পস্তবক দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছে।

এসময় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক মুফিদুল আলম (উপ সচিব) সহ পরিবেশ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে আলোকসজ্জা সহ আরো বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।