মোহাম্মদ হোসেন, হাটহাজারী:
চট্টগ্রামের হাটহাজারীতে একটি গন্ধ গোকুলটি উদ্ধার করেছে বন বিভাগ ও স্থানীয় এলাকাবাসী। দীর্ঘ দিন ধরে উপজেলার কদল খাঁন বাড়ির ইসলামি সুন্নিয়া জামিয়া মসজিদ পাশে সেই টি দেখা যায়,এতে স্থানীয়দের মাঝে এক ধরনের আতংকে ছিল। গত শুক্রবার(২৪ ডিসেম্বর) জুমার নামাজ পড়তে আসা মুসল্লিরা গন্ধ গোকুলটি চোখ দেখে আতন্কিত হয়ে পড়ে। পরে এলাকাবাসী উপজেলা প্রশাসন ও বনবিভাগকে অবহিত করা হয়।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী সাথে সাংবাদিকদের কথা হলে তিনি সত্যতা স্বীকার করেন। বিষয়টি ইউএনও নির্দেশনাঅনুযায়ী ঘটনাস্থলে গিয়ে গন্ধ গোকুলটি উদ্ধার করি। তবে এলাকাবাসীর অনুরোধে সেটি সেখানে অবমুক্ত করা হয়েছে।
বন বিভাগ ও স্থানীয় বাসিন্দারা জানান, বিরল প্রজাতির গন্ধ গোকুলটি দীর্ঘদিন ধরে কদল খাঁন বাড়ির ইসলামি সুন্নিয়া জামিয়া মসজিদ পাশে কবরস্থান মাঝে মধ্যে দেখা যেত। তবে গতকাল শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিরা গন্ধ গোকুলটি লোকালয় দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম বলেন,২টি গন্ধ গোকুল দেখতে পেয়ে এলকাবাসী আমাকে ফোনের মাধ্যমে জানালে পরে আমি বনবিভাগ অবহিত করি তারা ঘটনাস্থলে গিয়ে ১টি গন্ধ গোকুলটি উদ্ধার করেন।
হাটহাজারীতে বিলুপ্তপ্রায় বিরল প্রজাতি গন্ধ গোকুল উদ্ধার
