প্রেস বিজ্ঞপ্তি:

‘তারুণ্যের স্বপ্নে সুন্দর বুনন’- এই মূলমন্ত্রে যাত্রা শুরু করা, যুগ পেরোনো আবৃত্তি সংগঠন স্বপ্নযাত্রী-র নিয়মিত আয়োজন ‘আকাশের ঠিকানায় চিঠি লিখো-পর্ব ২’ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি সন্ধ্যা ৬টায়, নগরীর নন্দনকাননস্থ ফুলকির মূল মিলনায়তনে।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অংশ হিসেবে আসরের এ পর্বে অতিমারির বাস্তবতাকে বিষয় হিসেবে সাজানো হয়েছে। চিঠি লেখকদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গল্পকার বিচিত্রা সেন, কবি ভাগ্যধন বড়ুয়া, কবি স্বরূপ সুপান্থ এবং কবি জয়ন্ত জিল্লু। এ ছাড়া বিশ্বসাহিত্যের কালোত্তীর্ণ কিছু চিঠিও শিল্পীরা পাঠ করবেন।

স্বপ্নযাত্রীর সদস্যদের মধ্যে চিঠি পাঠ করবেন স্নিগ্ধা বড়ুয়া, সাআদ উদ্দিন মাহ্দী, রবিন দে, জীবন বড়ুয়া এবং ইমতিয়াজ আহমেদ। আমন্ত্রিত শিল্পীদের মধ্যে থাকছেন রমিজ বাবু (বোধন আবৃত্তি পরিষদ), দীপা দাশ (উচ্চারক আবৃত্তি কুঞ্জ), রবি ভৌমিক (তারুণ্যের উচ্ছ্বাস বাচিক শিল্প চর্চা কেন্দ্র), জান্নাতুল সাদিয়া পুষ্প (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ), অনুকা গুহ (একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চাকেন্দ্র)। অনুষ্ঠানে গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী মাং মাং সিং মারমা।
সংগঠনের সভাপতি আলী প্রয়াস সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।