সাতকানিয়া প্রতিনিধি:
সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চেয়ারম্যান পদে চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুরে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। প্রার্থীদের মধ্যে বর্তমান চেয়ারম্যান ৯, বিগত বারের পরাজিত ২ ও অন্যান্য ৫ প্রার্থীকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়। নৌকায় মনোনয়ন পেলেন যারা, বর্তমান চেয়ারম্যানদের মধ্যে, পুরানগড়ে আ ফ ম মাহবুবুল হক সিকদার, খাগরিয়ায় আকতার হোসেন, ঢেমশায় মো. রিদুয়ান উদ্দিন, মাদার্শায় আবু নঈম মোহাম্মদ সেলিম, কাঞ্চনায় রমজান আলী, ছদাহায় মোসাদ হোসাইন চৌধুরী, পশ্চিম ঢেমশায় আবু তাহের জিন্নাহ, বাজালিয়ায় তাপস কান্তি দত্ত ও কালিয়াইশে হাফেজ আহমদ। বিগত বারের পরাজিত আমিলাইষ এ মো.সারওয়ার উদ্দিন চৌধুরী ও কেঁওচিয়ায় ওচমান আলী এবং অন্যান্যদের মধ্যে ধর্মপুরে নাছির উদ্দিন টিপু, সাতকানিয়া সদরে মো.সেলিম উদ্দিন, নলুয়ায় মো.লেয়াকত আলী, চরতিতে মো.রুহুল্লাহ চৌধুরী ও সোনাকানিয়ায় মো.জসিম উদ্দিন।
এ ব্যাপারে দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ১৬ ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের নাম প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।